লেবীয় পুস্তক 11:31 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 সরীসৃপের এই সব তোমাদের জন্যে অশুচি; এই সব মারা গেলে যে কেউ তাদেরকে স্পর্শ করবে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 সরীসৃপের মধ্যে এসব তোমাদের পক্ষে নাপাক; এসব মরলে যে কেউ তাদেরকে স্পর্শ করবে, সে সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 এগুলির মধ্যে যেগুলি ভূমিতে চলে, তোমাদের পক্ষে সেগুলি অশুচি। ওদের মৃতদেহ যে কেউ স্পর্শ করবে, সন্ধ্যা পর্যন্ত সে অশুচি থাকবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 সরীসৃপদের মধ্যে এইগুলি তোমাদের কাছে অশুচি। এগুলির মৃতদেহ যে স্পর্শ করবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 সরীসৃপের মধ্যে এই সকল তোমাদের পক্ষে অশুচি; এই সকল মরিলে যে কেহ তাহাদিগকে স্পর্শ করিবে, সে সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 ঐ সমস্ত বুকে হাঁটা প্রাণীরা তোমাদের কাছে অশুচি। কোন মানুষ তাদের মৃতদেহ স্পর্শ করলে সন্ধ্যা না হওয়া পর্যন্ত সে অশুচি থাকবে। অধ্যায় দেখুন |