Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 11:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 সারস এবং নিজেদের জাতি অনুসারে বক, টিট্টিভ ও বাদুড়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 সারস এবং স্ব স্ব জাত অনুসারে বক, টিট্টিভ ও বাদুড়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 সারস, যে কোনো ধরনের কাক, ঝুঁটিওয়ালা পাখি ও বাদুড়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 শকুন, সবজাতের বক, টিট্টিভ এবং বাদুড়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 সারস এবং আপন আপন জাতি আনুসারে বক, টিট্টিভ ও বাদুড়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 সারস, সমস্ত জাতের সারস, ঝুঁটিওয়ালা পাখী এবং বাদুড়।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 11:19
7 ক্রস রেফারেন্স  

দীর্ঘগল হাঁস, পানিভেলা ও শকুনী,


চার পায়ে চলা পতঙ্গ সব তোমাদের জন্য ঘৃণিত।


এবং সারস ও নিজেদের জাতি অনুসারে বক, ঝুঁটিওয়ালা পাখি বিশেষ ও বাদুড়।


পাখিরা সেখানে বাসা বাঁধে। সারস দেবদারু গাছে তার ঘর তৈরী করে।


সেই দিন লোকেরা তাদের সোনা ও রূপার প্রতিমাগুলো নিক্ষেপ করবে যা তারা আরাধনা করার জন্য তৈরী করেছে, তারা তাদেরকে ছুঁচো ও বাদুড়ের কাছে ফেলে দেবে।


আমি চোখ তুলে দুই জন স্ত্রীলোককে আমার দিকে বাতাসের সঙ্গে উড়ে আসতে দেখলাম, কারণ তাদের ডানা ছিল সারস পাখীর ডানার মত। আর তারা সেই ঝুড়িটাকে আকাশ ও পৃথিবীর মাঝে তুলে নিল।


উঠপাখির ডানা গর্বের সঙ্গে ঝাপটায়, কিন্তু তার ডানা এবং পালক কি ভালবাসার?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন