লূক 9:41 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী41 তখন যীশু এর উত্তরে বললেন, হে অবিশ্বাসী ও বিপথগামী বংশ, কত কাল আমি তোমাদের কাছে থাকব ও তোমাদের ওপর ধৈর্য্য রাখব? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস41 তখন জবাবে ঈসা বললেন, হে অবিশ্বাসী ও বিপথগামী বংশ, কত কাল আমি তোমাদের কাছে থাকব ও তোমাদের প্রতি সহিষ্ণুতা করবো? তোমার পুত্রকে এখানে আন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ41 যীশু উত্তর দিলেন, “ওহে অবিশ্বাসী ও বিপথগামী প্রজন্ম, আমি আর কত কাল তোমাদের সঙ্গে থাকব ও তোমাদের সহ্য করব? তোমার ছেলেটিকে এখানে নিয়ে এসো।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)41 jiʃu ei bolia uttor dilen, “ha re, e kaler obiʃʃaʃi ar kubuddhi lôk ʃob! ar kotokal ami tômader ʃoŋge thakibo, ar tômader ku‐bæbohar ʃohite thakibo? tômar cheleke ekhane loia aiʃo.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)41 যীশু বললেন, হে অবিশ্বাসী বিকৃতবুদ্ধি জাতি, কতদিন আর আমি তোমাদের সঙ্গে থাকব এবং ধৈর্যধারণ করব? নিয়ে এস তোমার ছেলেকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)41 তখন যীশু উত্তর করিয়া কহিলেন, হে অবিশ্বাসী ও বিপথগামী বংশ, কত কাল আমি তোমাদের নিকটে থাকিব ও তোমাদের প্রতি সহিষ্ণুতা করিব? অধ্যায় দেখুন |