লূক 9:37 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী37 পরের দিন তাঁরা সেই পাহাড় থেকে নেমে আসলে অনেক লোক তাঁর সঙ্গে সাক্ষাৎ করল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 পরদিন তাঁরা সেই পর্বত থেকে নেমে আসলে অনেক লোক তাঁর সঙ্গে সাক্ষাৎ করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ37 পরদিন তাঁরা পর্বত থেকে নেমে আসার পর একদল লোক তাঁর সঙ্গে সাক্ষাৎ করল। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)37 poro din, tãhara pahaṛ hoite namia aʃile, bistor lôker bhiṛ tãhar ʃamne uposthit hoilo. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 পরদিন তাঁরা পাহাড় থেকে নেমে এলে এক বিরাট জনতার সঙ্গে তাঁর দেখা হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 পরদিন তাঁহারা সেই পর্ব্বত হইতে নামিয়া আসিলে বিস্তর লোক তাঁহার সহিত সাক্ষাৎ করিল। অধ্যায় দেখুন |