লূক 9:32 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী32 তখন পিতর ও তাঁর সঙ্গীরা ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু জেগে উঠে তাঁর প্রতাপ এবং ঐ দুই ব্যক্তিকে দেখলেন, যাঁরা তাঁর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 তখন পিতর ও তাঁর সঙ্গীরা নিদ্রায় ভারাক্রান্ত ছিলেন, কিন্তু জেগে উঠে তাঁর মহিমা এবং ঐ দুই ব্যক্তিকে দেখলেন, যাঁরা তাঁর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 পিতর ও তাঁর সঙ্গীরা ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। কিন্তু যখন তাঁরা সম্পূর্ণ জেগে উঠলেন, তাঁরা যীশুর মহিমান্বিত রূপ এবং তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে দেখতে পেলেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)32 tokhon pitor ar tahar ʃoŋgira ghume ottonto kator chilo, kintu bhalo koria jagia uṭhia tãhar tejer abha ar, tãhar ʃoŋge jãhara dãṛaiachilen, ʃei dui jon puruʃke dekhite pailo. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 পিতর ও তাঁর সঙ্গীরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। তাঁরা জেগে উঠে যীশুকে মহিমান্বিত রূপ এদেখতে পেলেন এবং তাঁর সঙ্গে যে দুজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন, তাঁদেরও দেখলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 তখন পিতর ও তাঁহার সঙ্গীরা নিদ্রায় ভারাক্রান্ত ছিলেন, কিন্তু জাগিয়া উঠিয়া তাঁহার প্রতাপ এবং ঐ দুই ব্যক্তিকে দেখিলেন, যাঁহারা তাঁহার সহিত দাঁড়াইয়া ছিলেন। অধ্যায় দেখুন |