লূক 9:31 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 তাঁরা প্রতাপে দেখা দিলেন, তাঁর মৃত্যুর বিষয় কথা বলতে লাগলেন, যা তিনি যিরুশালেমে পূর্ণ করতে যাচ্ছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 তাঁরা সপ্রতাপে দেখা দিয়ে তাঁর সেই যাত্রার বিষয় কথা বলতে লাগলেন, যা তিনি জেরুশালেমে সমাপন করতে উদ্যত ছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 তাঁরা মহিমাময় রূপ নিয়ে আবির্ভূত হয়ে যীশুর সঙ্গে তাঁর আসন্ন প্রস্থানের বিষয়ে আলোচনা করছিলেন, যা তিনি জেরুশালেমে সম্পন্ন করতে চলেছিলেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)31 tãhara tejer abhay dorʃon dia jiʃur ʃei mohajattrar biʃoye kothabarta kohite lagilen, je kormo tãhake jiruʃaleme gia nirbaho korite hoibe bolia sthir hoiachilo. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 তাঁরা গৌরবদীপ্ত রূপে আবির্ভূত হয়ে জেরুশালেমে তাঁর আসন্ন মহাপ্রয়াণ সম্বন্ধে কথা বলছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 তাঁহারা মোশি ও এলিয়; তাঁহারা সপ্রতাপে দেখা দিয়া, তাঁহার সেই যাত্রার বিষয় কথা কহিতে লাগিলেন, যাহা তিনি যিরূশালেমে সমাপন করিতে উদ্যত ছিলেন। অধ্যায় দেখুন |