লূক 8:55 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী55 তাতে তার আত্মা ফিরে আসল ও সে সেই মুহূর্তে উঠল, আর তিনি তাকে কিছু খাবার দিতে আদেশ দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস55 তাতে তার রূহ্ ফিরে আসল ও সে তৎক্ষণাৎ উঠে দাঁড়াল; আর তিনি তাকে কিছু আহার দিতে হুকুম করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ55 তখন তার আত্মা ফিরে এল এবং সে তখনই উঠে দাঁড়াল। তখন যীশু তাদের বললেন মেয়েটিকে কিছু খেতে দিতে। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)55 ei kotha cæ̃caia bolilen; ar tahar pran phiria aʃilo, ar tokhoni ʃe uṭhia dãṛailo. tokhon tini tahake kichu khaite dite bolilen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)55 মেয়েটির দেহে প্রাণ ফিরে এল আর তক্ষুণি সে উঠে বসল। তখন যীশু তাকে কিছু খাবার দিতে বললেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)55 তাহাতে তাহার আত্মা ফিরিয়া আসিল, ও সে তৎক্ষণাৎ উঠিল; আর তিনি তাহাকে কিছু আহার দিতে আজ্ঞা করিলেন। অধ্যায় দেখুন |