লূক 5:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 এসব দেখে শিমোন পিতর যীশুর হাঁটুর উপরে পড়ে বললেন, “আমার কাছ থেকে চলে যান, কারণ, হে প্রভু, আমি পাপী।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 তা দেখে শিমোন পিতর ঈসার জানুর উপরে পড়ে বললেন, আমার কাছ থেকে চলে যান, কেননা, হে প্রভু, আমি গুনাহ্গার। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 তা দেখে শিমোন পিতর যীশুর দুই পায়ের উপর লুটিয়ে পড়ে বললেন, “প্রভু, আমার কাছ থেকে চলে যান, আমি পাপী!” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)8 taha dekhia ʃimôn pitor jiʃur pae poṛia bolilo, “amar nikoṭ hoite ʃoria jaun, probhu! kænona ami boṛo papi.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 শিমোন পিতর এই ব্যাপার দেখে যীশুর পায়ে পড়ে বললেন, আমার কাছ থেকে চলে যান প্রভু, আমি পাপিষ্ঠ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 তাহা দেখিয়া শিমোন পিতর যীশুর জানুর উপরে পড়িয়া কহিলেন, আমার নিকট হইতে প্রস্থান করুন, কেননা, হে প্রভু, আমি পাপী। অধ্যায় দেখুন |