লূক 4:10 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 কারণ লেখা আছে, তিনি নিজের দূতদের তোমার জন্য আদেশ দেবেন, যেন তাঁরা তোমাকে রক্ষা করেন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 কেননা লেখা আছে, ‘তিনি তাঁর ফেরেশতাদেরকে তোমার বিষয়ে হুকুম দেবেন, যেন তাঁরা তোমাকে রক্ষা করেন;’ অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 কারণ এরকম লেখা আছে: “ ‘তিনি তাঁর দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন, যেন তাঁরা যত্নসহকারে তোমাকে রক্ষা করেন, অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)10 kænona ʃastre lekha ache: — ‘tini tômar jonno nijo dutdigoke ei aggæ̃ diben jæno tãhara tômake ʃabodhane rakhen,’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 কারণ শাস্ত্রে লেখা আছে, ‘তিনি তোমায় রক্ষা করবার জন্য তাঁর দূতগণকে আদেশ দেবেন অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 কেননা লেখা আছে, ‘তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাঁহারা তোমাকে রক্ষা করেন’; অধ্যায় দেখুন |