লূক 22:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 তখন তিনি পিতর ও যোহনকে পাঠিয়ে দিয়ে বললেন, তোমরা গিয়ে নিস্তারপর্ব্বের ভোজ প্রস্তুত কর, আমরা ভোজন করব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 তখন তিনি পিতর ও ইউহোন্নাকে প্রেরণ করে বললেন, তোমরা গিয়ে আমাদের জন্য ঈদুল ফেসাখের মেজবানী প্রস্তুত কর, আমরা ভোজন করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 যীশু পিতর ও যোহনকে পাঠিয়ে দিয়ে বললেন, “যাও, আমাদের জন্য নিস্তারপর্বের ভোজের আয়োজন করো।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)8 tahate jiʃu pitor ar jôhonke ei kotha bolia paṭhaia dilen, “tômra gia amader jonno nistarporber bhôj ʃob toiar koro; amra gia khaibo.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 তাই যীশু পিতর ও যোহনকে এই কথা বলে পাঠিয়ে দিলেন, যাও আমাদের জন্য মুক্তি উৎসবের ভোজের আয়োজন কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য নিস্তারপর্ব্বের ভোজ প্রস্তুত কর, আমরা ভোজন করিব। অধ্যায় দেখুন |