লূক 22:53 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী53 আমি যখন প্রতিদিন ধর্মগৃহে তোমাদের সঙ্গে ছিলাম, তখন আমায় উপরে হাত রাখেনি; কিন্তু এই তোমাদের দিন এবং অন্ধকারের কর্তৃত্ব।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস53 আমি যখন প্রতিদিন বায়তুল-মোকাদ্দসে তোমাদের সঙ্গে ছিলাম, তখন তো আমার উপর তোমরা হাত তোল নি; কিন্তু এখন তোমাদের সময় এবং অন্ধকারের অধিকার। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ53 আমি মন্দির চত্বরে প্রতিদিনই তোমাদের মধ্যে ছিলাম। তখন তোমরা আমার উপরে হস্তক্ষেপ করোনি। কিন্তু এই হল তোমাদের সুসময়, কারণ এখন অন্ধকারেরই রাজত্ব।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)53 jokhon ami din din mondire tômader kache thakitam, tokhon to tômra amake dhorite hat baṛaile na. kintu ækhon tômader ʃomoy ar kortritto — ghôr paper ʃomoy ar kortritto — hoiache.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)53 আমি তো প্রতিদিন তোমাদের সঙ্গে মন্দিরেই ছিলাম কিন্তু তখন তোমরা আমাকে ধরনি। কিন্তু এখন তোমাদের সুযোগ এসেছে কারণ অন্ধকারের শক্তি এখন প্রবল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)53 আমি যখন প্রতিদিন ধর্ম্মধামে তোমাদের সঙ্গে ছিলাম, তখন আমার বিরুদ্ধে হস্ত বিস্তার কর নাই; কিন্তু এই তোমাদের সময় এবং অন্ধকারের অধিকার। অধ্যায় দেখুন |