লূক 22:22 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 কারণ যেমন নির্ধারিত হয়েছে সেই অনুসারেই মনুষ্যপুত্র যাচ্ছেন, কিন্তু ধিক সেই ব্যক্তিকে, যার মাধ্যমে তিনি সমর্পিত হন।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 কেননা যেমন নির্ধারিত হয়েছে, সেই অনুসারে ইবনুল-ইনসান যাচ্ছেন, কিন্তু ধিক্ সেই ব্যক্তিকে, যে ব্যক্তি তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 মনুষ্যপুত্র তাঁর নির্ধারিত পথেই এগিয়ে যাবেন, কিন্তু ধিক্ সেই ব্যক্তিকে, যে মনুষ্যপুত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে!” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)22 kænona, jæmon sthir kora ache, tæmoni ‘monuʃʃo‐puttro’ to colilen; kintu je tãhake dhoraia diteche, hay hay, tahar ki durgoti hoibe!” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 নির্দিষ্ট পথেই মানবপুত্র এগিয়ে যাবেন। কিন্তু হায়! দুর্ভাগ্য সে, যে তাঁকে বিশ্বাসঘাতকতা করে ধরিয়ে দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 কেননা যেমন নিরূপিত হইয়াছে, তদনুসারে মনুষ্যপুত্র যাইতেছেন, কিন্তু ধিক্ সেই ব্যক্তিকে, যাহার দ্বারা তিনি সমর্পিত হন। অধ্যায় দেখুন |