লূক 20:47 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী47 এই সব লোকেরা বিধবাদের সব বাড়ি দখল করে, আর ছলনা করে বড় বড় প্রার্থনা করে, এই সব লোকেরা বিচারে অনেক বেশি শাস্তি পাবে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস47 তারা বিধবাদের বাড়ি গ্রাস করে এবং লোককে দেখাবার জন্য লম্বা লম্বা মুনাজাত করে; তারা বিচারে আরও বেশি দণ্ড পাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ47 তারা বিধবাদের বাড়িশুদ্ধ গ্রাস করে এবং লোক-দেখানো লম্বা লম্বা প্রার্থনা করে। এই ধরনের লোকেরা কঠোর শাস্তি ভোগ করবে।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)47 tahara bidhobader biʃoyaʃoy khaia phæle, ar bhonḍer moto iʃʃorer name lomba couṛa prarthona kore; tahara bicare arô beʃi ʃasti paibe.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)47 এরা বিধবাদের ঘরবাড়ি গ্রাস করে এবং ধর্মের ভাণ করে লম্বা প্রার্থনা করে। এরা বিচারে আরও কঠিন শাস্তি পাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)47 তাহারা বিধবাদের গৃহ গ্রাস করে; এবং কপট ভাবে লম্বা লম্বা প্রার্থনা করে, তাহারা বিচারে আরও অধিক দণ্ড পাইবে। অধ্যায় দেখুন |