লূক 2:39 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী39 আর প্রভুর ব্যবস্থা অনুযায়ী সব কাজ শেষ করার পর তাঁরা গালীলে তাঁদের শহর নাসরতে, ফিরে গেলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস39 আর প্রভুর শরীয়ত অনুসারে মরিয়ম ও ইউসুফ সমস্ত কাজ করার পর গালীলে, তাঁদের নিজের নগর নাসরতে ফিরে গেলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ39 প্রভুর বিধান অনুযায়ী সমস্ত কাজ সম্পাদন করে যোষেফ ও মরিয়ম নিজেদের নগর গালীল প্রদেশের নাসরতে ফিরে গেলেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)39 tar por, probhur bæbosthay je ʃob kaj koribar kotha chilo, tãhara jokhon ʃe ʃob kaj ʃeʃ korilen, tokhon galile, tãhader nijer ʃohor naʃorote, phiria gælen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 প্রভুর বিধান অনুসারে করণীয় সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেল, তাঁরা গালীলে নিজেদের বাড়ি নাসরতে ফিরে এলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)39 আর প্রভুর ব্যবস্থানুরূপ সমস্ত কার্য্য সাধন করিবার পর তাঁহারা গালীলে, তাঁহাদের নিজ নগর নাসরতে, ফিরিয়া গেলেন। অধ্যায় দেখুন |