লূক 2:16 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 পরে তারা তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছালো এবং মরিয়ম, যোষেফ ও সেই যাবপাত্রে শোয়ানো শিশুটিকে দেখতে পেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 পরে তারা তাড়াতাড়ি গিয়ে মরিয়ম ও ইউসুফ এবং সেই যাবপাত্রে শোয়ানো শিশুটিকে দেখতে পেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 তারা দ্রুত সেখানে গিয়ে মরিয়ম, যোষেফ ও জাবপাত্রে শুইয়ে রাখা শিশুটিকে দেখতে পেল। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)16 tokhon tahara taṛataṛi gia khũjia, moriom, jôʃeph ar khôkaṭi, ʃokolkei dekhite pailo — khôkaṭi jaber gamlay ʃôano chilo. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 তারা ব্যস্ত হয়ে রওনা দিল। সেখানে গিয়ে মরিয়ম যোষেফ ও জাবপাত্রে শোয়নো শিশুটিকে দেখতে পেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 পরে তাহারা শীঘ্র গমন করিয়া মরিয়ম ও যোষেফ এবং সেই যাবপাত্রে শয়ান শিশুটীকে দেখিতে পাইল। অধ্যায় দেখুন |