লূক 19:5 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 পরে যীশু যখন সেই জায়গায় আসলেন, তখন উপরের দিকে চেয়ে তাকে বললেন, সক্কেয়, শীঘ্র নেমে এসো, কারণ আজ তোমার ঘরে আমাকে থাকতে হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 পরে ঈসা যখন সেই স্থানে উপস্থিত হলেন, তখন উপরের দিকে চেয়ে তাকে বললেন, সক্কেয়, শীঘ্র নেমে এসো, কেননা আজ তোমার বাড়িতে আমাকে থাকতে হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 যীশু সেই স্থানে উপস্থিত হয়ে উপর দিকে তাকালেন ও তাকে বললেন, “সক্কেয়, এখনই নেমে এসো, আজ আমাকে অবশ্যই তোমার ঘরে থাকতে হবে।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)5 tar por, jiʃu jokhon ʃei jaygaṭay aʃia poṛilen, tokhon uporpane takaia tahake bolilen, “ʃokkeyo, ækhoni namia aiʃo; aj tômar baṛite amake thakite hoibe.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 যীশু সেখানে এসে উপরের দিকে চেযে তাকে বললেন, সক্কেয়, শিগ্গির নেমে এস। আজ যে আমাকে তোমার বাড়িতেই থাকতে হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 পরে যীশু যখন সেই স্থানে উপস্থিত হইলেন, তখন উপরের দিকে চাহিয়া তাহাকে কহিলেন, সক্কেয়, শীঘ্র নামিয়া আইস, কেননা আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে। অধ্যায় দেখুন |