লূক 19:42 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী42 বললেন, তুমি, তুমিই যদি আজকের দিনের যা যা শান্তিজনক তা বুঝতে! কিন্তু এখন সে সব তোমার দৃষ্টি থেকে গোপন থাকল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস42 বললেন, তুমি, তুমিই যদি আজ যা যা শান্তিজনক, তা বুঝতে! কিন্তু এখন সেসব তোমার দৃষ্টি থেকে গুপ্ত রইলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ42 “তুমি, শুধুমাত্র তুমি যদি জানতে, আজকের দিনে শান্তির জন্য তোমার কী প্রয়োজন! কিন্তু এখন তা তোমার দৃষ্টির অগোচর হয়ে রইল। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)42 bolilen, “ajikal dinei tumiô jodi bujhite parite je, ʃanti kiʃe hoy, kotoi na bhalo hoito! bastobik kintu taha tômar driʃṭi hoite ḍhakia rakha hoiache. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)42 বললেন, তোমার শান্তির জন্য কি দরকার, তা যদি অন্ত আজ জানতে পারতে। কিন্তু আজ তা তোমার দৃষ্টির আড়ালে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)42 কহিলেন, তুমি, তুমিই যদি আজিকার দিনে, যাহা যাহা শান্তিজনক, তাহা বুঝিতে! কিন্তু এখন সে সকল তোমার দৃষ্টি হইতে গুপ্ত রহিল। অধ্যায় দেখুন |