লূক 19:29 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 পরে যখন জৈতুন নামক পর্বতের পাশে বৈৎফগী ও বৈথনিয়া গ্রামের কাছে আসলেন, তখন তিনি দুই জন শিষ্যকে পাঠিয়ে দিলেন, বললেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 পরে যখন জৈতুন নামক পর্বতের পাশে অবস্থিত বৈৎফগী ও বৈথনিয়ার নিকটবর্তী হলেন, তখন তিনি দু’জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 জলপাই পর্বত নামের পাহাড়ে, বেথফাগে ও বেথানি গ্রামের কাছে এসে তিনি তাঁর দুজন শিষ্যকে এই কথা বলে পাঠালেন, অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)29 tar por, jokhon tini, joitun name pahaṛer gae, jekhane boitphogi ar boithonia, ʃekhankar kachakachi hoilen, tokhon dui jon ʃiʃʃoke paṭhaia dilen, bolilen, “tômra ʃamner oi grame jao; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 অলিভ পর্বতে বেথফাগে ও বেথানির কাছাকাছি এসে তিনি তাঁর দুজন শিষ্যকে পাঠালেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 পরে যখন জৈতুন নামক পর্ব্বতের পার্শ্বস্থ বৈৎফগী ও বৈথনিয়ার নিকটবর্ত্তী হইলেন, তখন তিনি দুই জন শিষ্যকে পাঠাইয়া দিলেন, অধ্যায় দেখুন |