লূক 18:1 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 আর তিনি তাদের এই রকম এক গল্প বললেন যে, তাদের সবদিন প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 নিরুৎসাহিত না হয়ে তাঁদের সব সময়ই যে মুনাজাত করা উচিত, এই বিষয়ে তিনি সাহাবীদের কাছে এই দৃষ্টান্তটি বললেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 তারপর যীশু এক রূপক কাহিনির মাধ্যমে তাঁর শিষ্যদের বোঝাতে চাইলেন, তাঁরা যেন সব সবময়ই প্রার্থনা করে, নিরাশ না হয়। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)1 tar por tini tahadigoke ekṭi golpo bolia ei ʃikkha dilen je, ʃorbodai iʃʃorer kache prarthona kora, hotaʃ hoia na poṛa tahader ucit. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 যীশু তখন তাঁদের শিক্ষা দেবার জন্য এই উপাখ্যানটি বললেন যেন তাঁরার নিরুৎসাহ না হয়ে সব সময় প্রার্থনা করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 আর তিনি তাঁহাদিগকে এই ভাবের একটী দৃষ্টান্ত কহিলেন যে, তাঁহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। অধ্যায় দেখুন |