লূক 16:26 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 আর এছাড়া আমাদেরও তোমাদের মধ্যে এক বিরাট ফাঁক রয়েছে, সুতরাং ইচ্ছা থাকা সত্বেও যেন এখান থেকে তোমাদের কাছে কেউ যেতে না পারে, আবার ওখান থেকে আমাদের কাছে কেউ পার হয়ে আসতে না পারে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 আর তাছাড়া আমাদের ও তোমাদের মধ্যে বড় একটি ফাঁকা স্থান রয়েছে, যেন এই স্থান থেকে যারা তোমাদের কাছে যেতে চায়, তারা না পারে, আবার ঐ স্থান থেকে আমাদের কাছে কেউ পার হয়ে আসতে না পারে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 আর তা ছাড়া, তোমার ও আমাদের মধ্যে রয়েছে বিরাট এক ব্যবধান যাতে কেউ এখান থেকে তোমাদের কাছে যেতে চাইলেও যেতে পারে না বা কেউ ওখান থেকে পার হয়ে আমাদের কাছেও আসতে পারে না।’ অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)26 ar ei jaygar ʃomosto ʃimanay amader ar tômader moddhe ækṭa mosto khat koria dewa ache, jæno ekhan hoite tômader kache jahara par hoia jaite cahe, tahara na pare, ba ôkhan hoite amader kacheô keho par hoia aʃite na pare.’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 তা ছাড়া তোমার ও আমাদের মাঝখানে বিরাট এক শূন্যের ব্যবধান আছে, যাতে এখান থেকে কেউ তোমাদের কাছে যেতে চাইলে যেতে না পারে এবং তোমাদের ওখান থেকে কেউ যেন পার হয়ে এখানে আসতে না পারে।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 আর এ সকল ছাড়া আমাদের ও তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্যস্থলী স্থির রহিয়াছে, যেন এখান হইতে যাহারা তোমাদের কাছে যাইতে চাহে, তাহারা না পারে, আবার ওখান হইতে আমাদের কাছে কেহ পার হইয়া আসিতে না পারে। অধ্যায় দেখুন |