লূক 16:12 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 আর যদি পরের বিষয়ে বিশ্বস্ত না হয়ে থাক, তবে কে তোমাদের নিজের বিষয় তোমাদের দেবে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 আর যদি পরের বিষয়ে বিশ্বস্ত না হয়ে থাক, তবে কে তোমাদের নিজের বিষয় তোমাদেরকে দেবে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 আর অন্যের সম্পত্তি সম্পর্কে যদি তোমরা বিশ্বস্ত না হও, তবে তোমাদের নিজেদের সম্পত্তির দায়িত্ব তোমাদের হাতে কে ছেড়ে দেবে? অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)12 ar jodi, porer jaha, tahate biʃʃaʃi na hoia thako, tobe amader nijer jaha, taha ke tômadigoke dibe? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 অন্যের জিনিস সম্বন্ধে তোমরা যদি বিশ্বস্ত না হও, তবে তোমাদের নিজের জিনিসই বা তোমাদের কে দেব? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আর যদি পরের বিষয়ে বিশ্বস্ত না হইয়া থাক, তবে কে তোমাদের নিজ বিষয় তোমাদিগকে দিবে? অধ্যায় দেখুন |