লূক 15:15 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 তখন সে সেই দেশের একজন লোকের কাজ নিল; আর সে তাকে শূকর চরানোর জন্য নিজের জমিতে পাঠিয়ে দিল; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 তখন সে গিয়ে সেই দেশের এক জন গৃহস্থের আশ্রয় নিল; আর সে তাকে শূকর চরাবার জন্য তার মাঠে পাঠিয়ে দিল; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 তখন সে গিয়ে সেই দেশের এক ব্যক্তির কাছে তার অধীনে কাজে নিযুক্ত হল। সে তাকে শূকর চরানোর কাজে মাঠে পাঠিয়ে দিল। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)15 tokhon ʃe gia ʃei deʃer æk grihosther baṛite assroy loilo; ʃe lôkṭi tahake ʃuar coraite aponar maṭhe paṭhaia dilo. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 তখন সে সেই দেশের একজন গৃহস্থের বাড়িতে গিয়ে আশ্রয় নিল। গৃহস্থ তাকে শুয়োর চরানোর জন্য মাঠে পাঠিয়ে দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 তখন সে গিয়া সেই দেশের এক জন গৃহস্থের আশ্রয় লইল; আর সে তাহাকে শূকর চরাইবার জন্য আপনার মাঠে পাঠাইয়া দিল; অধ্যায় দেখুন |