লূক 14:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 তিনি তাদের বললেন, “যখন কেউ তোমাদের বিয়ের ভোজে নিমন্ত্রণ করে, তখন সম্মানিত জায়গায় বস না; কারণ, তোমাদের থেকে হয়তো অনেক সম্মানিত অন্য কোনো লোককে নিমন্ত্রণ করা হয়েছে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 যখন কেউ তোমাকে বিয়ে ভোজে দাওয়াত করে, তখন প্রধান আসনে বসবে না; কি জানি, তোমার চেয়ে বেশি সম্মানিত আর কোন লোককে তিনি দাওয়াত দিয়েছেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 “কেউ যখন তোমাকে বিবাহভোজে নিমন্ত্রণ করে, তখন তুমি সম্মানিত ব্যক্তির আসন গ্রহণ কোরো না। কারণ তোমার চেয়ে বেশি সম্মানিত কোনো ব্যক্তি হয়তো নিমন্ত্রিত হয়ে থাকতে পারেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)8 taha ei, “keho tômake bibaher bhôje nimontron korile, prodhan aʃone gia boʃio na; ki jani, tômar ceye jãhar beʃi man, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 যদি কেউ তোমাদের বিবাহ উৎসবে ভোজে নিমন্ত্রণ করে, তাহলে কখনও সেখানে গিয়ে সবচেয়ে ভাল আসনটিতে বসো না। কারণ এমনও তো হতে পারে যে, তোমার চেয়েও বিশিষ্ট কোন ব্যক্তি নিমন্ত্রিত হয়েচেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 তিনি তাহাদিগকে বলিলেন, যখন কেহ তোমাকে বিবাহভোজে নিমন্ত্রণ করে, তখন প্রধান আসনে বসিও না; কি জানি, তোমা হইতে অধিক সম্মানিত আর কোন লোক তাহার দ্বারা নিমন্ত্রিত হইয়াছে, অধ্যায় দেখুন |