লূক 13:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 সে তাঁকে বলল, প্রভু, এ বছর ওটা রেখে দিন, আমি ওর চারপাশ খুঁড়ে সার দেব, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 সে জবাবে তাঁকে বললো, মালিক, এই বছরও ওটা থাকতে দিন, আমি ওর মূলের চারদিকে খুঁড়ে সার দেব, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 “লোকটি উত্তর দিল, ‘মহাশয়, আর শুধু এক বছর এটাকে থাকতে দিন। আমি এর চারপাশে গর্ত খুঁড়ে সার দেব। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)8 ʃe tãhake ei bolia uttor dilo, ‘korta mohaʃoy, e botʃorô eṭake thakite diun; ami age ihar gôṛa beṛia khũṛia ʃar dii; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 মালি তখন বলল, কর্তা, এ বছরও এটাকে থাকতে দিন। আমি এর গোড়া খুঁড়ে সার দিয়ে দেখি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 সে উত্তর করিয়া তাঁহাকে কহিল, প্রভু, এই বৎসরও ওটা থাকিতে দিউন, আমি উহার মূলের চারিদিকে খুঁড়িয়া সার দিব, অধ্যায় দেখুন |