লূক 12:55 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী55 আর যখন দক্ষিণ বাতাস বইতে দেখ, তখন বল আজ খুব গরম পড়বে এবং তাই ঘটে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস55 আর যখন দক্ষিণা বাতাস বইতে দেখ, তখন বলে থাক, বড় রৌদ্র হবে এবং তা-ই ঘটে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ55 যখন দক্ষিণ দিক থেকে বাতাস বইতে থাকে, তোমরা বলো, ‘এবার গরম পড়বে’ এবং সত্যিই গরম পড়ে। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)55 ar dokkhine bataʃ bohite dekhile, bolia thako, ‘bhari gorom hoibe,’ ar tahai hoy. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)55 আবার দখিণা বাতাস বইলে তোমরা বল, ‘প্রচণ্ড গরম পড়বে’ —আর তাই-ই হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)55 আর যখন দক্ষিণ বাতাস বহিতে দেখ, তখন বলিয়া থাক, বড় রৌদ্র হইবে; এবং তাহাই ঘটে। অধ্যায় দেখুন |