লূক 12:49 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী49 আমি পৃথিবীতে আগুন নিক্ষেপ করতে এসেছি, আর এখন যদি তা প্রজ্বলিত হয়ে থাকে, তবে আর কি চাই? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস49 আমি দুনিয়াতে আগুন জ্বালাতে এসেছি; আর এখন যদি তা প্রজ্বলিত হয়ে থাকে, তবে আর চাই কি? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ49 “আমি পৃথিবীতে আগুন জ্বালাতে এসেছি; আর আমার একান্ত ইচ্ছা এই যে, সেই আগুন ইতিমধ্যে জ্বলে উঠছে! অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)49 ami ʃoŋʃare agun phelite aʃiachi; tobe, jodi ihar moddhei taha dhoria uṭhia thake, taha hoile ar cahi ki? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)49 আমি পৃথিবীতে অগ্নিবর্ষণ করতে এসেছি এবং আমার একান্ত ইচ্ছা এখনই তা জ্বলে উঠুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)49 আমি পৃথিবীতে অগ্নি নিক্ষেপ করিতে আসিয়াছি; আর এখন যদি তাহা প্রজ্বলিত হইয়া থাকে, তবে আর চাই কি? অধ্যায় দেখুন |