লূক 12:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 পরে বলল, “আমি এমন করব, আমার গোলাঘরগুলো ভেঙে বড় বড় গোলাঘর তৈরি করব এবং তার মধ্যে আমার সমস্ত শস্য ও আমার অন্য জিনিস রাখব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আমার শস্য রাখার স্থান নেই। পরে বললো, এরকম করবো, আমার গোলাঘরগুলো ভেঙ্গে বড় বড় গোলাঘর তৈরি করবো এবং তার মধ্যে আমার সমস্ত শস্য ও আমার দ্রব্য রাখবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 “তারপর সে বলল, ‘আমি এক কাজ করব, আমার গোলাঘরগুলি ভেঙে আমি বড়ো বড়ো গোলাঘর নির্মাণ করব। সেখানে আমার সমস্ত ফসল আর অন্যান্য দ্রব্যসামগ্রী মজুত করব। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)18 tar por ʃe bolilo, ‘accha, æk kaj koribo; amar gôlaghor ʃob bhaŋia beʃ boṛo koria toiar koribo, ar tahatei amar ʃob phoʃol ô ar ar ʃob jiniʃ rakhia dibo; dia amar pranke bolibo, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 মনে মনে সে বলল, ‘এক কাজ করি, সব গোলাঘরগুলো ভেঙ্গে ফেলে খুব বড় গোলাঘর তৈরী করি। সেখানেই সমস্ত ফসল আর অন্যান্য জিনিস রাখা যাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 পরে কহিল, এইরূপ করিব, আমার গোলাঘর সকল ভাঙ্গিয়া বড় বড় গোলাঘর নির্ম্মাণ করিব, এবং তাহার মধ্যে আমার সমস্ত শস্য ও আমার দ্রব্য রাখিব। অধ্যায় দেখুন |