লূক 10:20 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 কিন্তু ভূতেরা যে তোমাদের বশীভূত হয় এতে আনন্দ কর না, কিন্তু তোমাদের নাম যে স্বর্গে লেখা আছে, তাতে আনন্দ কর।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 তবুও রূহ্রা যে তোমাদের বশীভূত হয়, এতে আনন্দ করো না; কিন্তু তোমাদের নাম যে বেহেশতে লেখা আছে, এতেই আনন্দ কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 কিন্তু আত্মারা তোমাদের বশীভূত হয় বলে উল্লসিত হোয়ো না, বরং স্বর্গে তোমাদের নাম লেখা হয়েছে বলে উল্লসিত হও।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)20 ja' houk, bhutera je tômader boʃe aiʃe, ihate alhadito hoio na; boroŋ tômader nam je ʃorge lekha rohiache, ihatei alhadito hoio.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 তবে অপদেবতারা তোমাদের বশীভূত হচ্ছে বলে খুশী হয়ো না, বরং স্বর্গে তোমাদের নাম লেখা হল বলে আনন্দিত হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 তথাপি আত্মারা যে তোমাদের বশীভূত হয়, ইহাতে আনন্দ করিও না; কিন্তু তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে, ইহাতেই আনন্দ কর। অধ্যায় দেখুন |