লূক 1:78 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী78 এ সবই আমাদের ঈশ্বরের সেই দয়া জন্যই হবে এবং এই দয়া অনুযায়ী, মুক্তিদাতা যিনি প্রভাতের সূর্য্যের মত স্বর্গ থেকে এসে আমাদের পরিচর্য্যা করবেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস78 তা আমাদের আল্লাহ্র সেই করুণাযুক্ত স্নেহহেতু হবে, যার দ্বারা ঊর্ধ্ব থেকে ঊষা আমাদের তত্ত্বাবধান করবে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ78 আমাদের ঈশ্বরের স্নেহময় করুণার গুণে, স্বর্গ থেকে আমাদের মাঝে স্বর্গীয় জ্যোতির উদয় হবে। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)78 ʃei porittran amader iʃʃorer ʃei doyar rhidoy hoite hoibe, jahar gune tini, jini ʃorgo hoite udito ʃurjer moto, amader upor kripadriʃṭi koriben, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)78 আমাদের ঈশ্বরের কৃপায় আমাদের উপরে হবে স্বর্গীয় জ্যোতির অভ্যুদয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)78 ইহা আমাদের ঈশ্বরের সেই কৃপাযুক্ত স্নেহহেতু হইবে, যদ্দ্বারা ঊর্দ্ধ হইতে ঊষা আমাদের তত্ত্বাবধান করিবে, অধ্যায় দেখুন |
আমি সদাপ্রভুর নিয়মের বিশ্বস্ততার বিভিন্ন কাজের কথা ও সদাপ্রভুর সমস্ত প্রশংসার যোগ্য কাজের কথা বলব। সদাপ্রভু আমাদের জন্য যা করেছেন আমি সেই সমস্ত বিষয়ে এবং ইস্রায়েল কুলের প্রতি তাঁর যে মহান ভালবাসা তার কথা বলব। তিনি এই সহানুভূতি তাঁর দয়ার এবং নিয়মের বিশ্বস্ততার বিভিন্ন কাজের জন্য আমাদের দেখিয়েছেন।