লূক 1:27 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী27 তিনি দায়ূদ বংশের যোষেফ নামে এক ব্যক্তির বাগদত্তা ছিলেন, সেই কুমারীর নাম মরিয়ম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 তিনি দাউদ-কুলের ইউসুফ নামক এক জন পুরুষের বাগ্দত্তা ছিলেন; সেই কুমারীর নাম মরিয়ম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 তিনি দাউদ বংশের যোষেফ নামে এক ব্যক্তির সঙ্গে বাগদত্তা হয়েছিলেন। সেই কুমারী কন্যার নাম ছিল মরিয়ম। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)27 ʃei kumarir nam moriom; daud‐boŋʃer jôʃeph name æk puruʃer ʃoŋge tãhar bibaher ʃombondho sthir hoia giachilo. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 এবার তিনি সংবাদ নিয়ে গেলন এক কুমারী তরুণীর কাছে, নাম তাঁর মরিয়ম। দাউদ-কুলের যোষেফ নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর বাগদান সম্পন্ন হয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 তিনি দায়ূদ-কুলের যোষেফ নামক পুরুষের প্রতি বাগ্দত্তা হইয়াছিলেন; সেই কুমারীর নাম মরিয়ম। অধ্যায় দেখুন |