রোমীয় 8:24 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 কারণ আমাদের দৃঢ় আস্থা আছে যে পরিত্রান পেয়েছি। কিন্তু যে দৃঢ় আস্থা দেখতে পাচ্ছি তা আসলে আস্থা নয়। কারণ যে যা দেখে সে তার উপর কেন দৃঢ় আশা করবে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 কেননা প্রত্যাশায় আমরা নাজাত পেয়েছি; কিন্তু দৃষ্টিগোচর যে প্রত্যাশা, তা প্রত্যাশাই নয়। কেননা যে যা দেখতে পায়, সে তার জন্য কেন প্রত্যাশা করবে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 কারণ এই প্রত্যাশাতেই আমরা পরিত্রাণ লাভ করেছি। কিন্তু যে প্রত্যাশা দৃষ্টিগোচর, তা আদৌ কোনো প্রত্যাশা নয়। যার ইতিমধ্যে কিছু আছে, তার জন্য কেন সে প্রত্যাশা করবে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 এই আশাতেই আমরা পরিত্রাণ পেয়এছি কিন্তু যে প্রত্যাশা প্রত্যক্ষ, তা প্রত্যাশাই নয়, যা প্রত্যক্ষ তার জন্য মানুষ কেন ধৈর্য ধরে প্রতীক্ষা করবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 কেননা প্রত্যাশায় আমরা পরিত্রাণ প্রাপ্ত হইয়াছি; কিন্তু দৃষ্টিগোচর যে প্রত্যাশা, তাহা প্রত্যাশাই নয়। কেননা যে যাহা দেখে, সে তাহার প্রত্যাশা কেন করিবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 আমরা উদ্ধার পেয়েছি তাই আমাদের অন্তরে এই প্রত্যাশা রয়েছে। প্রত্যাশার বিষয় প্রত্যক্ষ হলে তা প্রত্যাশা নয়। যা পাওয়া হয়ে গেছে তার জন্য কে প্রত্যাশা করে? অধ্যায় দেখুন |