রোমীয় 16:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 প্রভুতে মনোনীত রূফকে, আর তাঁর মাকে যিনি আমারও মা তাদেরকেও শুভেচ্ছা জানাও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 প্রভুতে মনোনীত রূফকে, আর তাঁর মাকে— যিনি আমারও মা— সালাম জানাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 প্রভুতে মনোনীত রূফকে অভিবাদন জানাও, তাঁর মাকেও জানাও, যিনি আমারও মা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 অভিবাদন জানিও প্রভুর বিশিষ্ট সেবক রুফাসকে, আর তাঁর জননীকে, যাঁকে আমিও মা বলি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 প্রভুতে মনোনীত রূফকে, আর তাঁহার মাতাকে —যিনি আমারও মাতা—মঙ্গলবাদ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 রূফকে শুভেচ্ছা জানিও। সে প্রভুতে এক বিশেষ ব্যক্তি, তার মাকে শুভেচ্ছা জানিও। তিনিও আমার মায়ের মতো; অধ্যায় দেখুন |