রোমীয় 16:11 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 আমাদের নিজের জাতের লোক হেরোদিয়োনকে শুভেচ্ছা জানাও। নার্কিসের পরিজনবর্গের মধ্যে যাঁরা প্রভুতে আছেন, তাঁদের শুভেচ্ছা জানাও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 আমার স্বজাতীয় হেরোদিয়োনকে সালাম জানাও। নার্কিসের পরিজনবর্গের মধ্যে যাঁরা প্রভুতে আছেন, তাঁদেরকে সালাম জানাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 আমার আত্মীয় হেরোদিয়ানকে অভিবাদন জানাও। যাঁরা প্রভুতে আছেন, সেই নার্কিসের পরিজনদের অভিনন্দন জানাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 আমার স্বজাতি হেরোদিয়ানকে অভিনন্দন জানিও। নার্সিসাসের খ্রীষ্টাশ্রিত পরিজনদেরও শুভেচ্ছা জানিও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 আমার স্বজাতীয় হেরোদিয়োনকে মঙ্গলবাদ কর। নার্কিসের পরিজনবর্গের মধ্যে যাঁহারা প্রভুতে আছেন, তাঁহাদিগকে মঙ্গলবাদ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 হেরোদিয়ান, যিনি আমার মতোই একজন ইহুদী, তাঁকে শুভেচ্ছা জানিও; নার্কিসের পরিবারের মধ্যে যারা প্রভুর, তাদের সকলকে আমার শুভেচ্ছা জানিও। অধ্যায় দেখুন |