রোমীয় 15:24 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 যখন আমি স্পেনে যাব, আমি আশাকরি যে যাবার দিনের তোমাদের দেখব এবং তোমরা আমাকে এগিয়ে দেবে, পরে আমি তোমাদের সঙ্গে কিছুটা দিন কাটিয়ে আনন্দ করব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 কারণ আশা করি যে, যাবার সময়ে তোমাদের দেখতে পাব এবং প্রথমে তোমাদের সঙ্গলাভে আমি কিছুকাল তৃপ্ত হলে তোমরা আমাকে সেখানে এগিয়ে দেবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 আমি স্পেনে যাওয়ার সময় তা করার পরিকল্পনা করেছি। ওই পথ অতিক্রম করার সময় আমি আশা করি তোমাদের পরিদর্শন করব, যেন কিছু সময় তোমাদের সান্নিধ্য উপভোগের পর তোমরা আমার সেখানে যাওয়ার ব্যবস্থা করে দাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 তাই আমি এবার স্পেনে যাবার পথে তোমাদের কাছে গিয়ে কিছুদিন তোমাদের সঙ্গসুখ উপভোগ করার আশা করি। তারপর তোমরাই আমার স্পেনে যাবার ব্যবস্থা করে দিও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 কারণ আশা করি যে, যাইবার সময়ে তোমাদিগকে দেখিব, এবং প্রথমে তোমাদের সহবাসে কতক পরিমাণে তৃপ্ত হইলে তোমরা আমাকে সেখানে আগাইয়া দিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 তাই স্পেন দেশে যাবার পথে তোমাদের সঙ্গে দেখা করব; ঐ পথ দিয়ে যাবার সময় তোমাদের সঙ্গে দেখা করে কিছু সময় আনন্দে কাটাতে পারব; আশা করি সেই সফরে তোমরা আমায় সাহায্য করতে পারবে। অধ্যায় দেখুন |