রোমীয় 15:20 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 এবং আমার লক্ষ্য হচ্ছে সুসমাচার প্রচার করা, খ্রীষ্টের নাম যে জায়গায় কখনও বলা হয়নি সেখানে, অন্য লোকের গাঁথা ভিতের উপরে আমাকে যেন গড়ে তুলতে না হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 আর আমার লক্ষ্য এই, মসীহের নাম যে স্থানে কখনও উচ্চারিত হয় নি এমন স্থানে যেন সুসমাচার তবলিগ করি, পরের স্থাপিত ভিত্তিমূলের উপরে যেন না গাঁথি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 সবসময়ই এ আমার উচ্চাকাঙ্ক্ষা ছিল যে, খ্রীষ্টকে যেখানে প্রচার করা হয়নি, সেখানে সুসমাচার প্রচার করি, যেন আমি অন্য কারও ভিত্তিমূলের উপর নির্মাণ না করি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 আমার লক্ষ্য ছিল, যেসব অঞ্চলের মানুষ কোনদিন খ্রীষ্টের নাম শোনেনি, সেই সব অঞ্চলে সুসমাচার প্রচার করা, অপরের স্থাপিত ভিত্তির উপরে গৃহ নির্মাণ করা নয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 আর আমার লক্ষ্য এই, খ্রীষ্টের নাম যে স্থানে কখনও উচ্চারিত হয় নাই, এমন স্থানে যেন সুসমাচার প্রচার করি, পরের স্থাপিত ভিত্তিমূলের উপরে যেন না গাঁথি; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 যেখানে খ্রীষ্টের নাম কখনও বলা হয় নি, সেখানে খ্রীষ্টের সুসমাচার প্রচার করাই আমার জীবনের লক্ষ্য। অন্যের গাঁথা ভিতের ওপর আমি গড়ে তুলতে চাই না। অধ্যায় দেখুন |