Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




রূতের বিবরণ 4:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 পেরসের বংশাবলী এই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 পেরসের খান্দাননামা এই। পেরসের পুত্র হিষ্রোণ;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 আর এই হল পেরসের পরিবারের সন্তানদের বংশতালিকা: পেরসের ছেলে হিষ্রোণ,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18-22 পেরস থেকে দাউদ পর্যন্ত বংশধারা এইরূপ-পেরস, হিষ্‌রোণ, রাম, অম্মীনাদব, নহশোন, সল্‌মোন, বোয়স, ওবেদ, যিশয়, দাউদ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 পেরসের বংশাবলি এই। পেরসের পুত্র হিষ্রোণ;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 এই হচ্ছে পেরসের পরিবারের বংশপরিচয়: পেরসের পুত্র হিষ্রোণ।

অধ্যায় দেখুন কপি




রূতের বিবরণ 4:18
7 ক্রস রেফারেন্স  

ইনি নহশোনের পুত্র, ইনি অম্মীনাদবের পুত্র, ইনি অদমানের পুত্র, ইনি অর্ণির পুত্র, ইনি হিস্রোনের পুত্র, ইনি পেরসের পুত্র, ইনি যিহূদার পুত্র,


যিহূদার বংশের লোকেরা হল পেরস, হিষ্রোণ, কর্মী, হূর ও শোবল।


সদাপ্রভু সেই যুবতীর গর্ভ থেকে যে ছেলে তোমাকে দেবেন, তা দিয়ে তামরের গর্ভজাত যিহূদার ছেলে পেরসের বংশের মতো তোমার বংশ হোক।”


পরে নয়মীর এক ছেলে জন্মাল, এই বলে তার প্রতিবাসীরা তার নাম রাখল; তারা তার নাম ওবেদ রাখল। সে যিশয়ের বাবা, আর যিশয় দায়ূদের বাবা।


পেরসের ছেলে হিষোণ; হিষোণের ছেলে রাম; রামের ছেলে অম্মীনাদব;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন