রূতের বিবরণ 2:6 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 তখন ছেদকদের উপর নিযুক্ত চাকর বলল, “এ সেই মোয়াবীয়া যুবতী, যে নয়মীর সঙ্গে মোয়াব দেশ থেকে এসেছে;” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 তখন শস্য কর্তনকারীদের উপরে নিযুক্ত ভৃত্য বললো, এ সেই মোয়াবীয়া যুবতী, যে নয়মীর সঙ্গে মোয়াব দেশ থেকে এসেছে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 মজুরদের উপরে নিযুক্ত প্রধান বলল, “এই যুবতী সেই মোয়াবীয় মহিলা যে নয়মীর সঙ্গে মোয়াব দেশ থেকে এসেছে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 সে বলল, এ সেই বিদেশিনী যে মোয়াব থেকে নয়মীর সঙ্গে এসেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তখন ছেদকদের উপরে নিযুক্ত চাকর কহিল, এ সেই মোয়াবীয়া যুবতী, যে নয়মীর সহিত মোয়াব দেশ হইতে আসিয়াছে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 ভৃত্যটি বলল, “মেয়েটি একজন মোয়াবী। সে নয়মীর সঙ্গে মোয়াব থেকে এসেছে। অধ্যায় দেখুন |