যোয়েল 1:9 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 শস্য নৈবেদ্য এবং পানীয় নৈবেদ্য সদাপ্রভুর গৃহ থেকে তুলে নেওয়া হয়েছে, যাজকেরা, সদাপ্রভুর দাসেরা শোক করছে৷ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 মাবুদের গৃহ থেকে শস্য-উৎসর্গ ও পেয়-নৈবেদ্য অপহৃত হয়েছে, মাবুদের পরিচারক ইমামেরা শোক করছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য সকল সদাপ্রভুর গৃহ থেকে অপহৃত হয়েছে। যারা সদাপ্রভুর সামনে পরিচর্যা করেন, সেই যাজকেরা সবাই শোক করছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 প্রভুর মন্দিরে ভোগ ও পেয় নৈবেদ্য নিবেদন করার জন্যও কিছুই নেই! যাজকেরা বিলাপ করছে, কারণ প্রভু পরমেশ্বরের কাছে অর্ঘ্য নিবেদন বন্ধ হয়েছে! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 সদাপ্রভুর গৃহ হইতে ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য অপহৃত হইয়াছে, সদাপ্রভুর পরিচারক যাজকগণ শোক করিতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 প্রভুর মন্দিরে আর নৈবেদ্য ও পানীয় উৎসর্গ করা হয় না। তাই যাজকগণ! প্রভুর দাসরা, শোক প্রকাশ করো! অধ্যায় দেখুন |