যোয়েল 1:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 পঙ্গপালের শূককীট যা রেখে গিয়েছে তা বড় পঙ্গপালের দল খেয়েছে; বড় পঙ্গপালের দল যা রেখে গিয়েছে তা ফড়িং খেয়েছে এবং ফড়িং যা রেখে গিয়েছে তা শুঁয়োপোকাতে খেয়ে ফেলেছে৷ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 শূককীটে যা রেখে গেছে, তা পঙ্গপালে খেয়েছে; পঙ্গপালে যা রেখে গেছে, তা পতঙ্গে খেয়েছে; পতঙ্গে যা রেখে গেছে, তা ঘুর্ঘুরিয়াতে খেয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 পঙ্গপালের ঝাঁক যা ছেড়ে গিয়েছে, তা বড়ো পঙ্গপালেরা খেয়ে ফেলেছে; বড়ো পঙ্গপালের যা ছেড়ে দিয়েছে, তরুণ পঙ্গপালেরা তা খেয়ে ফেলেছে; আর তরুণ পঙ্গপালেরা যা ছেড়ে দিয়েছে, তা অন্য পঙ্গপালেরা খেয়ে ফেলেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল সব শস্য গ্রাস করেছে! এক ঝাঁক যদি বা কিছু ফেলে গেল, পরের ঝাঁক সেটুকুও খেয়ে ফেলেছে, কিছুই বাকী রাখেনি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 শূককীটে যাহা রাখিয়া গিয়াছে, তাহা পঙ্গপালে খাইয়াছে; পঙ্গপালে যাহা রাখিয়া গিয়াছে, তাহা পতঙ্গে খাইয়াছে; পতঙ্গে যাহা রাখিয়া গিয়াছে, তাহা ঘুর্ঘুরিয়াতে খাইয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 কাটুরে পঙ্গপাল যা রেখে গেছে তা ঝাঁকের পঙ্গপাল খেয়ে গেছে। আর ঝাঁকের পঙ্গপাল যা রেখে গেছে তা লাফানে পঙ্গপাল খেয়ে গেছে। আর লাফানে পঙ্গপাল যা রেখে গেছে তা ধ্বংসকারী পঙ্গপাল খেয়ে গেছে। অধ্যায় দেখুন |