যোহন 9:26 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 তারা তাকে বলল, সে তোমার সঙ্গে কি করেছিল? কিভাবে সে তোমার চক্ষু খুলে দিল? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 তারা তাকে বললো, সে তোমার প্রতি কি করেছিল? কিভাবে তোমার চোখ খুলে দিল? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 তারা তখন তাকে জিজ্ঞাসা করল, “সে তোমার প্রতি কী করেছিল? সে কী করে তোমার চোখ খুলে দিল?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 তাঁরা জিজ্ঞাসা করলেন, কি করে সে তোমার চোখ খুলে দিল? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 তাহারা তাহাকে বলিল, সে তোমার প্রতি কি করিয়াছিল? কি প্রকারে তোমার চক্ষু খুলিয়া দিল? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 তখন ইহুদী নেতারা তাকে বলল, “সে তোমাকে কি করেছিল? সে কিভাবে তোমাকে দৃষ্টিশক্তি দিল?” অধ্যায় দেখুন |