যোহন 8:50 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী50 আমি নিজের গৌরব খোঁজ করি না; একজন আছেন যিনি খোঁজ করেন এবং তিনি বিচারক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস50 কিন্তু আমি আমার গৌরবের খোঁজ করি না; এক জন আছেন, যিনি খোঁজ করেন ও বিচার করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ50 আমি নিজের গৌরবের খোঁজ করি না, কিন্তু একজন আছেন, যিনি তা খোঁজ করেন, তিনিই বিচার করবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)50 আমি আত্মগৌরবের আকাঙ্ক্ষী নই, কিন্তু একজন আছেন যিনি আমার গৌরব চান, তিনিই এর বিচার করবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)50 কিন্তু আমি আপনার গৌরব অন্বেষণ করি না; এক জন আছেন, যিনি অন্বেষণ করেন ও বিচার করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল50 আমি নিজের জন্য সম্মান চাইছি না। একজন আছেন যিনি আমার জন্য সম্মান চান, তিনিই বিচার করেন। অধ্যায় দেখুন |