যোহন 8:47 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী47 “যে কেউ ঈশ্বরের সে ঈশ্বরের সব কথা শোনে; তোমরা ঈশ্বরের কথা শোন না কারণ তোমরা ঈশ্বরের নও।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস47 যে কেউ আল্লাহ্র, সে আল্লাহ্র কথাগুলো শুনে; এজন্যই তোমরা শোন না, কারণ তোমরা আল্লাহ্র নও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ47 যে ঈশ্বরের আপনজন, সে ঈশ্বরের সব কথা শোনে। তোমরা যে শোনো না তার কারণ হল, তোমরা ঈশ্বরের আপনজন নও।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)47 ঈশ্বর থেকে যে জাত, সে ঈশ্বরের আদেশ পালন করে। তোমরা যে পালন করছ না তার কারণ তোমরা ঈশ্বরের সন্তান নও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)47 যে কেহ ঈশ্বরের, সে ঈশ্বরের কথা সকল শুনে; এই জন্যই তোমরা শুন না, কারণ তোমরা ঈশ্বরের নহ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল47 যে ঈশ্বরের লোক, সে ঈশ্বরের কথা শোনে। আর এই কারণেই তোমরা শুনতে চাও না, কারণ তোমরা ঈশ্বরের নও।” অধ্যায় দেখুন |