যোহন 8:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তখন তারা যীশুকে বলল, হে গুরু, এই স্ত্রীলোকটী ব্যভিচার করেছে ও সেই কাজে ধরা পড়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 হুজুর, এই স্ত্রীলোকটা জেনা করা অবস্থায় ধরা পড়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তারা যীশুকে বলল, “গুরুমহাশয়, এই স্ত্রীলোকটি ব্যভিচার করার মুহূর্তে ধরা পড়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 সবার মাঝখানে তাকে দাঁড় করিয়ে যীশুকে বললেন, গুরুদেব, এই নারী ব্যভিচারে রত অবস্থায় ধরা পড়েছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 হে গুরু, এই স্ত্রীলোকটা ব্যভিচারে, সেই ক্রিয়াতেই, ধরা পড়িয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 “গুরু, এই স্ত্রীলোকটি ব্যভিচার করার সময় হাতে নাতেই ধরা পড়েছে। অধ্যায় দেখুন |