যোহন 8:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 তাতে ফরীশীরা তাঁকে বলল, তুমি নিজের সম্পর্কে নিজে সাক্ষ্য দিচ্ছ; তোমার সাক্ষ্য সত্য নয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তাতে ফরীশীরা তাঁকে বললো, তুমি তোমার নিজের বিষয়ে নিজে সাক্ষ্য দিচ্ছ; তোমার সাক্ষ্য সত্যি নয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 ফরিশীরা তাঁর প্রতিবাদ করে বলল, “তুমি তো নিজের হয়ে নিজেই সাক্ষ্য দিচ্ছ, তোমার সাক্ষ্য বৈধ নয়।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 ফরিশীরা তাঁকে বললেন, তোমার সাক্ষী তুমি নিজেই। কাজেই তোমার এই সাক্ষ্য যথার্থ নয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তাহাতে ফরীশীরা তাঁহাকে কহিল, তুমি আপনার বিষয়ে আপনি সাক্ষ্য দিতেছ; তোমার সাক্ষ্য সত্য নহে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 তখন ফরীশীরা তাঁকে বলল, “তুমি নিজেই নিজের বিষয়ে সাক্ষ্য দিচ্ছ। তোমার সাক্ষ্য গ্রাহ্য হবে না।” অধ্যায় দেখুন |