যোহন 7:51 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী51 আগে কোনো মানুষের তার নিজের কথা না শুনে এবং সে কি করে তা না জেনে, আমাদের আইন কানুন কি কাহারও বিচার করে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস51 আগে কোন মানুষের কথা না শুনে ও সে কি করে তা না জেনে, আমাদের শরীয়ত কি কারো বিচার করতে বলে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ51 “কোনো ব্যক্তির কথা প্রথমে না শুনে ও সে কী করে তা না জেনে, তাকে দোষী সাব্যস্ত করা কি আমাদের পক্ষে বিধানসংগত?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)51 কোনও ব্যক্তির সম্বন্ধে আসল ঘটনা না জেনে এবং তাকে কিছু জিজ্ঞাসাবাদ না করে দণ্ডদান কি আমাদের অনুশাসন সম্মত? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)51 অগ্রে মানুষের নিজের কথা না শুনিয়া, ও সে কি করে, না জানিয়া, আমাদের ব্যবস্থা কি কাহারও বিচার করে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল51 কোন ব্যক্তির কথা না শুনে আমরা আমাদের বিধি-ব্যবস্থায় তার বিচার করতে পারি না। সে কি করেছে তা না জেনে আমরা তার বিচার করতে পারি না। অধ্যায় দেখুন |