যোহন 6:63 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী63 পবিত্র আত্মা জীবন দেন, মাংস কিছু উপকার দেয় না। আমি তোমাদের যে সব কথা বলেছি তা হলো আত্মা এবং জীবন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস63 রূহ্ই জীবনদায়ক, দৈহিক শক্তি জীবন দিতে পারে না; আমি তোমাদেরকে যেসব কথা বলেছি, তা রূহ্ ও জীবন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ63 পবিত্র আত্মাই জীবন দান করেন, মাংস কিছু উপকারী নয়। তোমাদের কাছে আমি যেসব কথা বলেছি সেই বাক্যই আত্মা এবং জীবন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)63 একমাত্র ঈশ্বরের আত্মাই জীবনদায়ী। মানুষের শক্তির কোন সার্থকতা নেই। আমার মুখনিঃসৃত বাণীই একাধারে আত্মা ও জীবন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)63 আত্মাই জীবনদায়ক, মাংস কিছু উপকারী নয়; আমি তোমাদিগকে যে সকল কথা বলিয়াছি, তাহা আত্মা ও জীবন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল63 আত্মাই জীবন দান করে, রক্ত মাংসের শরীর কোন উপকারে আসে না। আমি তোমাদের সকলকে যে সব কথা বলেছি তা হল আধ্যাত্মিক আর তাই জীবন দান করে। অধ্যায় দেখুন |