যোহন 6:49 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী49 তোমাদের পূর্বপুরুষেরা মরূপ্রান্তে মান্না খেয়েছিল এবং তারা মরে গিয়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস49 তোমাদের পূর্বপুরুষেরা মরু-ভূমিতে মান্না খেয়েছিল, আর তারা ইন্তেকাল করেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ49 তোমাদের পিতৃপুরুষেরা মরুপ্রান্তরে মান্না আহার করেছিল, তবুও তাদের মৃত্যু হয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)49 তোমাদের পূর্বপুরুষেরা মরুপ্রান্তরে মান্না ভোজন করেছিল। তারা আজ মৃত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)49 তোমাদের পিতৃপুরুষেরা প্রান্তরে মান্না খাইয়াছিল, আর তাহারা মরিয়া গিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল49 তোমাদের পিতৃপুরুষরা মরুপ্রান্তরে মান্না খেয়েছিল, কিন্তু তবু তারা মারা গিয়েছিল। অধ্যায় দেখুন |