যোহন 21:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 সকাল হয়ে আসার দিন, যীশু তীরে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু শিষ্যরা তাঁকে চিনতে পারল না যে তিনিই যীশু। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 পরে প্রভাত হয়ে আসছে, এমন সময় ঈসা তীরে দাঁড়ালেন, তবুও সাহাবীরা চিনতে পারলেন না যে, তিনি ঈসা। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 ভোরবেলা যীশু তীরে দাঁড়িয়েছিলেন। কিন্তু শিষ্যেরা বুঝতে পারলেন না যে, তিনিই যীশু। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 সকাল হয়ে গেল। হ্রদের তীরে যীশু দাঁড়িয়েছিলেন কিন্তু শিষ্যেরা যীশু বলে তঁকে চিনতে পারলেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 পরে প্রভাত হইয়া আসিতেছে, এমন সময় যীশু তীরে দাঁড়াইলেন, তথাপি শিষ্যেরা চিনিতে পারিলেন না যে, তিনি যীশু। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 এইভাবে যখন ভোর হয়ে আসছে, এমন সময় যীশু তীরে এসে দাঁড়ালেন; কিন্তু শিষ্যরা তাঁকে চিনতে পারলেন না যে তিনি যীশু। অধ্যায় দেখুন |