Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোহন 21:10 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 যীশু তাঁদের বললেন, “যে মাছ এখন ধরলে, তার থেকে কিছু মাছ আন।”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 ঈসা তাঁদেরকে বললেন, যে মাছ এখন ধরলে, তার কিছু আন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 যীশু তাঁদের বললেন, “এইমাত্র যে মাছ তোমরা ধরেছ, তা থেকে কিছু নিয়ে এসো।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

10 যীশু তাঁদের বললেন, এইমাত্র যে মাছ ধরেছ তার থেকে কয়েকটা নিয়ে এস।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 যীশু তাঁহাদিগকে বলিলেন, যে মাছ এখন ধরিলে, তাহার কিছু আন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 যীশু তাঁদের বললেন, “তোমরা এখন যে মাছ ধরলে তার থেকে কিছু নিয়ে এস।”

অধ্যায় দেখুন কপি




যোহন 21:10
6 ক্রস রেফারেন্স  

এখানে একটি বালক আছে যার কাছে যবের পাঁচটি রুটি এবং দুটী মাছ আছে কিন্তু এত মানুষের মধ্যে এইগুলি দিয়ে কি হবে?


তখন যীশু সেই রুটি কয়টি নিলেন এবং ধন্যবাদ দিয়ে যারা বসেছিল তাদেরকে ভাগ করে দিলেন; সেইভাবে মাছ কয়টিও তারা যতটা চেয়েছিল ততটা দিলেন।


যখন তারা ডাঙায় উঠেছিল তারা কাঠ কয়লার আগুন দেখেছিল যার ওপরে মাছ আর রুটি ছিল।


শিমোন পিতর তারপর উঠল এবং জাল টেনে ডাঙায় তুলল, বড় মাছে ভর্তি, 153; সেখানে অনেক মাছ ছিল, জাল ছেঁড়ে নি।


যীশু এসে ঐ রুটি নিলেন এবং তাঁদের দিলেন এবং মাছও দিলেন।


তখনও তারা এত আনন্দিত হয়েছিল যে বিশ্বাস করতে পারছিলেন না ও অবাক হচ্ছিল, তাই তিনি তাদের বললেন, তোমাদের কাছে এখানে কি কিছু খাবার আছে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন