যোহন 18:30 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 তারা উত্তর করেছিল এবং তাঁকে বলল, “যদি এই লোকটি একজন অপরাধী না হত, আমরা আপনার কাছে তাকে সমর্পণ করতাম না।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 তারা জবাবে তাঁকে বললো, এ যদি দুষ্কর্মকারী না হত, আমরা আপনার হাতে একে তুলে দিতাম না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 তারা উত্তর দিল, “সে অপরাধী না হলে, আমরা তাকে আপনার হাতে তুলে দিতাম না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 তারা বলল, এ যদি দুষ্কৃতকারী না হত তাহলে একে আপনার কাছে আনতাম না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 তাহারা উত্তর করিয়া তাঁহাকে কহিল, এ যদি দুষ্কর্ম্মকারী না হইত, আমরা আপনার হস্তে ইহাকে সমর্পণ করিতাম না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 এর উত্তরে তারা পীলাতকে বলল, “এই লোক যদি দোষী না হত, তাহলে আমরা তোমার হাতে একে তুলে দিতাম না।” অধ্যায় দেখুন |